ASANSOL

ফুডম্যানের কাজের তথ্য চাইলেন বিদেশী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

বেঙ্গল মিরর, আসানসোলে : ফুডম্যান চন্দ্রশেখর কুন্ডুর কাজের তথ্যের উপর ভিত্তি করে আন্তর্জাতিক দুটি জার্নাল Socio-Economic Planning Sciences ও International Journal of Operational Research এ গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল 2021 ও 2022 এ। গবেষণা করেছিলেন IIM Lukhnow এর অধ্যাপকরা। এবার গ্রেট ব্রিটেনের Sheffield University এর Decision Science বিভাগের তরফে একটি গবেষণা প্রকল্পে Expert advisor হবার আমন্ত্রণ এলো তার কাছে।

প্রকল্পের সদস্য ও শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ জ্যোতির্ময় দালাল জানান, আপদকালীন অবস্থায় সহজে ও কম সময়ে ত্রাণ পৌঁছনোর উপর এই প্রকল্প। ঘুর্নিঝড় বিদ্ধস্থ সুন্দরবন ও কোভিডকালীন সময়ে চন্দ্রশেখর বাবুর কাজ আমাদের টিমকে আকৃষ্ট করেছে। ওনার কাজ এখানকার অধ্যাপকদের জানানোর পর , আমরা ওনাকে আমন্ত্রণ জানাই।


বর্তমানে স্কুলছুট বন্ধ করা ও অপুষ্টি দূর করার কাজ করছেন চন্দ্রশেখর। বন্ধুদের নিয়ে তৈরি করেছেন লাইব্রেরি ও ষোলটি বিনামুল্যের কোচিং স্কুল। আছে আদিবাসী মেয়েদের বেশ কয়েকটি ফুটবল টিম, ক্যারাটে টিম নাচের টিম ও দুটি সেলাইস্কুল । চন্দ্রশেখর বলেন , এই গবেষণায় সমস্ত রকমের তথ্য দিয়ে সাহায্য করব।

Leave a Reply