ASANSOL

আসানসোল জেলা আদালতে সাজা ঘোষণা, স্কুল পড়ুয়াকে শ্লীলতাহানিতে দোষী সাব্যস্ত গাড়ি চালক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ১০ বছরের এক স্কুল পড়ুয়াকে শ্লীলতাহানি করার অভিযোগে দোষী সাব্যস্ত গাড়ি চালকের ৩ বছর সশ্রম কারাদণ্ড হলো। ৬০ বছরের ঐ গাড়ি চালকের নাম শেখ আলাউদ্দিন। ঘটনাটি ঘটেছিলো ২০১৮ সালে আসানসোলের জামুড়িয়া থানা এলাকায় ৫ বছরের বেশি সময় ধরে চলা এই মামলায় সোমবার আসানসোল জেলা আদালতের এডিজে (২) তথা বিশেষ পকসো বিচারক শরণ্যা সেন প্রসাদ ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ও পকসো আইন ৮ নং ধারায় এই সাজা ঘোষণা করেন। বিচারক এদিন নির্দেশ দিয়ে বলেন, ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে সাজাপ্রাপ্তকে। এই জরিমানা অনাদায়ে সাজার মেয়াদ আরো ২ মাস বাড়বে। এই মামলায় মোট ৮ জন বিচারকের সামনে সাক্ষ্য দেন। তাপস উকিল এই মামলায় সরকারি আইনজীবী বা পিপি হিসাবেই ছিলেন।


পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৩ এপ্রিল অন্যদিনের মতো ১০ বছরের নাবালিকা পুলকার বা গাড়িতে স্কুল থেকে বাড়ি ফিরছিলো। জামুড়িয়া থানার শিবপুর ঐ গাড়ির শেষ স্টপেজ ছিলো। ঐ গাড়িতে চালক শেখ আলাউদ্দিনের পাশে বসেছিলো ঐ স্কুল পড়ুয়া। মা স্কুল পড়ুয়াকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলো। সেখানে নামার পরে ঐ স্কুল পড়ুয়া তার সঙ্গে গাড়ি চালক কি করেছে তা বলে জানায়। সেই কথা পরিবারের সদস্যদের বলা হয়। এরপর গোটা ঘটনার কথা জানিয়ে জামুড়িয়া থানায় ঐ গাড়ি চালকের নামে একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গাড়ি চালককে গ্রেফতার করে ও তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৪ নং ও পকসো আইনের ৮/১২ নং ধারায় মামলা করে।


এদিন এই মামলার সরকারি আইনজীবী তাপস উকিল বলেন, মোট ৮ জন সাক্ষী সাক্ষ্য দান করেছেন। শেষ পর্যন্ত বিচারক শরণ্যা সেন প্রসাদ ঐ গাড়ি চালককে দোষী সাব্যস্ত করেন। এদিন তার ৩ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা দেওয়া ও সেই জরিমানা অনাদায়ে আরো ২ মাস কারাদণ্ডের মেয়াদ বাড়বে বলে বিচারক নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *