ECL নরসমুদা কোলিয়ারির সামনে ছোটদিঘারী গ্রামবাঁচাও কমিটির
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের ECL এর সোদপুর এরিয়ার নরসামুদা কোলিয়ারির গেটের সামনে মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখায় ছোটদিঘারী গ্রামবাঁচাও কমিটির সদস্যরা !গ্রামবাসীদের অভিযোগ ECL কর্তৃপক্ষের দ্বারা বলপূর্বক ব্লাস্টিং এর কারণে ছোটদিঘারী গ্রাম তথা প্রাচীন ঐতিহ্যবাহী রঘুনাথমন্দির ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত!দূষিতহচ্ছে এলাকার পুকুরের জ্বল। শুকিয়ে যাচ্ছে জলাশয়গুলি।



গ্রামের রঘুনাথমন্দির রক্ষার স্বার্থে এবং এলাকার পুকুর সংস্করণের দাবিতে তারা আন্দোলনে সামিল হয় এবং নরসামুদা কোলিয়ারির গেটের সামনে বিক্ষোভে সামিল হয়! তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আড়াইঘন্টা ধরে বিক্ষোভ চলার পর কোলিয়ারি এজেন্ট ও ম্যানেজারের সাথে ছোটদিঘারী গ্রামবাঁচাও কমিটির সদস্যদের সাথে আলোচনার পর ক্ষনিকতৃপক্ষের আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয় বলে খবর ।
- পাণ্ডবেশ্বর বিধানসভার বাঁশগড়ায় নতুন কেমিক্যাল ইন্ডাস্ট্রি উদ্বোধন
- খনি চত্বর এলাকায় থাকা জলাশয়ের জল ব্যবহার করতে গিয়ে বিপত্তি
- প্রকাশ্য রাস্তায় আক্রান্ত, হুমকির মুখে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিন
- Asansol : Railpar में फर्जी अगरबत्ती कारोबार का भंडाफोड़
- Asansol : KNU के डीन और कर्मी को दिनदहाड़ी धमकी, हड़कंप