মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে আবারও উত্তপ্ত বারাবনি, সিপিএমকে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিন শনিবার আবারও উত্তপ্ত হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের বিডিও অফিস চত্বর। এদিন এখানে সিপিএমের প্রার্থীর ডিসিআর নিতে কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে। যা নিয়ে বিডিও অফিস চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ কোনমতে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় রেফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।




উল্লেখ্য, শুক্রবারের এই বারাবনি বিডিও অফিসে সিপিএমের ১৫ প্রার্থীর ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিলো শাসক দলের বিরুদ্ধে। ঐ ঘটনা নিয়ে সিপিএমের তরফে জেলাশাসক ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিলো। শনিবারও এমন কোন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা ছিলো। সিপিএমের অভিযোগ, এদিন সকাল থেকেই বারাবনি বিডিও অফিস ঘিরে রেখেছিলো তৃনমুল কংগ্রেসের দূষ্কৃতিরা। পুলিশ থাকলেও, তারা কিছু করেনি। পুলিশের সামনেই তৃনমুল কংগ্রেসের দূষ্কৃতিরা সিপিএমের কর্মীদের বাধা দিলে, সংঘর্ষের চেহারা নেয়। সিপিএমের বারাবনি এরিয়া সম্পাদক তপন দাস বলেন, দলের কর্মীরা ডিসিআর কাটতে গেলে আটকানো হয়। তৃনমুল কংগ্রেসের লোকেরা দু/তিনজনকে মারধর করেছে। তবে আমরা সেই বাধা উপেক্ষা করে বিডিও অফিসে ঢুকেছি।
তবে, শাসক দলের তরফে এখনো পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোন মন্তব্য করা হয় নি।
- काजी नजरूल विश्वविद्यालय में बीटेक प्रथम वर्ष के विद्यार्थियों का इंडक्शन प्रोग्राम
- দুর্গাপুজাকে সামনে রেখে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো রূপনারায়ানপুরে
- আসানসোলে পুরীর শঙ্করাচার্য , রাজনীতি থেকে কখনো ধর্মকে আলাদা করা যায় না
- লিগ্যাল এইড অ্যান্ড অ্যাভভাইস সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল”র উদ্যোগ: কলকাতা হাইকোর্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতি উন্মোচন
- महिला की रहस्यमयी मौत का पर्दाफाश, प्रेमी गिरफ्तार