পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পুলিশের রুটমার্চ
বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন পঞ্চায়েত ভোটকে নিয়ে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পক্ষ থেকে রবিবার বিভিন্ন এলাকায় রুটমার্চ করা। পুলিশের সঙ্গে এই রুটমার্চে ছিলো রেফ ও কমব্যাট ফোর্সও।














এদিন সকালে প্রথম দফায় দোমহানি বাজার থেকে ভানোড়া মোড় পর্যন্ত এই রুটমার্চ করা হয়। পরে
বিকেল দিকে কাশিডাঙ্গা গ্রাম ও চরণপুর গ্রাম টহলদারি চালানো হয়।
বারাবনি থানা থেকে জানা গেছে, পঞ্চায়েত ভোটের জন্য প্রতি দিনই বিভিন্ন জায়গায় পুলিশের টহল ও রুটমার্চ চলবে।
- SPL 4 मैवरिक्स चैंपियन
- Jamuria राजश्री कारखाने में मजदूर की मौत
- Asansol में DM, Durgapur में SDM कार्यालय पर BJP का प्रदर्शन
- আসানসোলে চতুর্থ ” সৃষ্টি নগর প্রিমিয়ার লিগ” চ্যাম্পিয়ান টিম ম্যাভরিকস্
- দুর্গাপুরেও ফর্ম ৭ নিয়ে বিজেপির এসডিও অফিসে ধর্ণা অবস্থান, এসআইআর স্বচ্ছভাবে না হলে ভোট নয়ঃ জিতেন্দ্র তেওয়ারি

