BARABANI-SALANPUR-CHITTARANJAN

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পুলিশের রুটমার্চ

বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন পঞ্চায়েত ভোটকে নিয়ে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পক্ষ থেকে রবিবার বিভিন্ন এলাকায় রুটমার্চ করা। পুলিশের সঙ্গে এই রুটমার্চে ছিলো রেফ ও কমব্যাট ফোর্সও।


এদিন সকালে প্রথম দফায় দোমহানি বাজার থেকে ভানোড়া মোড় পর্যন্ত এই রুটমার্চ করা হয়। পরে
বিকেল দিকে কাশিডাঙ্গা গ্রাম ও চরণপুর গ্রাম টহলদারি চালানো হয়।
বারাবনি থানা থেকে জানা গেছে, পঞ্চায়েত ভোটের জন্য প্রতি দিনই বিভিন্ন জায়গায় পুলিশের টহল ও রুটমার্চ চলবে।

Leave a Reply