পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পুলিশের রুটমার্চ
বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন পঞ্চায়েত ভোটকে নিয়ে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পক্ষ থেকে রবিবার বিভিন্ন এলাকায় রুটমার্চ করা। পুলিশের সঙ্গে এই রুটমার্চে ছিলো রেফ ও কমব্যাট ফোর্সও।




এদিন সকালে প্রথম দফায় দোমহানি বাজার থেকে ভানোড়া মোড় পর্যন্ত এই রুটমার্চ করা হয়। পরে
বিকেল দিকে কাশিডাঙ্গা গ্রাম ও চরণপুর গ্রাম টহলদারি চালানো হয়।
বারাবনি থানা থেকে জানা গেছে, পঞ্চায়েত ভোটের জন্য প্রতি দিনই বিভিন্ন জায়গায় পুলিশের টহল ও রুটমার্চ চলবে।
- एबीकेआर सेवा संस्थान द्वारा बच्चों को शैक्षिक सामग्री प्रदान
- গলব্লাডারে পাথর আক্রান্ত মহিলা BDO-এর তৎপরতায় তৈরি স্বাস্থ্য কার্ড
- রাস্তায় বিবাদ, বাড়িতে চড়াও হয়ে মিনিবাস মালিককে হুমকি টোটো চালকদের, বারাবনি থানায় অভিযোগ
- আসানসোলের মন্দিরে শিবের রুদ্রাভিষেক ও বিশেষ পুজো, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিল্পাঞ্চল জুড়ে পালিত
- ইসিএলের ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ