পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পুলিশের রুটমার্চ
বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন পঞ্চায়েত ভোটকে নিয়ে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পক্ষ থেকে রবিবার বিভিন্ন এলাকায় রুটমার্চ করা। পুলিশের সঙ্গে এই রুটমার্চে ছিলো রেফ ও কমব্যাট ফোর্সও।
এদিন সকালে প্রথম দফায় দোমহানি বাজার থেকে ভানোড়া মোড় পর্যন্ত এই রুটমার্চ করা হয়। পরে
বিকেল দিকে কাশিডাঙ্গা গ্রাম ও চরণপুর গ্রাম টহলদারি চালানো হয়।
বারাবনি থানা থেকে জানা গেছে, পঞ্চায়েত ভোটের জন্য প্রতি দিনই বিভিন্ন জায়গায় পুলিশের টহল ও রুটমার্চ চলবে।
- রানিগঞ্জ থেকে বাঁকুড়ার মধ্যে মাত্র ৩০ কিলোমিটার রেললাইন সম্প্রসারণের দাবি
- Indian Bank ने ऋण वसूली के लिए संपत्ति की सील
- আসানসোলে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর উপস্থিতিতে ” সদস্যতা অভিযান “, নারীদের নিরাপত্তা নিয়ে সরকারকে আক্রমণ
- আসানসোল গ্রাম ক্রিকেট কমিটির উদ্যোগে শুরু গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট
- স্বর্গীয় মানিক উপাধ্যায়ের স্মৃতিতে বিভিন্ন অনুষ্ঠান