আসানসোলে দুই দল যুবকের মধ্যে কোন্দল, ধুন্ধুমার পরিস্থিতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী
বেঙ্গল মিরর, আসানসোল: রবিবার রাত আটটা নাগাদ আসানসোলের হটন রোড সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় একটি ক্লাবকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সূত্র মারফত জানা গিয়েছে ওই ক্লাবকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চাপা অশান্তির পরিবেশ ছিল। রবিবার সন্ধ্যায় ক্লাবকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছে যাতে ওই দুই পক্ষের মধ্যে গন্ডগোল হাতাহাতির পর্যায়ে চলে যায়। হটন রোড মাস্টার পাড়া মোড় অবরুদ্ধ হয়ে পড়ে।




খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল কুলদীপ সোনেওয়ালের নেতৃত্বে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয় র্যাফ, কমব্যাট ফোর্স । পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় পুনরায় কোনো অশান্তি যাতে না হয় তার জন্য এলাকায় পুলিশের টহল মোতায়েন রয়েছে। তদন্তে নেমে পুলিশ দুটি বাইকও উদ্ধার করেছে। বাইক দুটির মালিকের সন্ধান করছে পুলিশ।
- Asansol में अवैध बालू कारोबार पुलिस का बड़ा एक्शन
- “अल्फ्रेड पार्क की अंतिम पुकार – आज़ाद अमर रहें “
- সেল আইএসপিতে আধুনিকীকরণে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি, শ্রম কমিশনারকে স্মারকলিপি আদিবাসী সংগঠনের
- আসানসোল পুরনিগম চালিত গৃহহীনদের হোমের আবাসিকদের দুধ খাওয়ানোর ভাবনা, অতিরিক্ত অর্থের খোঁজে সহৃদয় ব্যক্তিদেরকে আহ্বান
- দুর্গাপুরে ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু , ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ, উত্তেজনা