রানিগঞ্জে পথ দূর্ঘটনা, মোটরবাইকের পেছনে ধাক্কা মিনিবাসের , মৃত্যু স্ত্রীর, জখম স্বামী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol Raniganj News Today ) ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় এক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো স্ত্রীর। জখম হলো স্বামী। মোটরবাইকের পেছনে একটি মিনিবাসের ধাক্কায় এই ঘটনাটি ঘটেছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার আনন্দলোক হাসপাতালের সামনে এনএসবি রোডে। জামুড়িয়া থানা হিজলগড়ার বাসিন্দা মৃতার নাম রিনা ধাঙড় (৩৫)। এদিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে মহিলার মৃতদেহর ময়নাতদন্ত হয়। রিনাদেবীর স্বামী দিলীপ ধাঙড়ের জখম অল্পবিস্তর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।




পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে রানিগঞ্জে ডাক্তার দেখাতে আসেন জামুড়িয়া থানার হিজলগড়ার বাসিন্দা দম্পতি দিলীপ ধাঙড় ও রিনা ধাঙড়। পরে দুপুরে তারা মোটরবাইকে রানিগঞ্জ থেকে জামুড়িয়া ফিরছিলেন। তখন রানিগঞ্জে আনন্দলোক হাসপাতালের সামনে এনএসবি রোডে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরবাইকে ধাক্কা মারে। তাতে ঐ দম্পতি মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক রিনা ধাঙড়কে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
- কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে
- अवकाश प्राप्त ईसीएल कर्मी सम्मानित, घर में भी भव्य स्वागत
- Changes From 1st july 2025 : पैन कार्ड, रेलवे, बैंकिंग, गैस सिलेंडर और क्रेडिट कार्ड नियमों में बदलाव
- कम उम्र में ही दिल की बीमारियां और हार्ट अटैक के कारण अस्वास्थ्यकर जीवनशैली : डॉ. अनुराग गुप्ता
- বার্নপুরে যুব কংগ্রেসের ” হল্লা বোল ” কর্মসূচি, স্থানীয়দের চাকরি সহ ৫ দফা দাবিতে সেল আইএসপির ডিআইসিকে স্মারকলিপি