ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়নপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস, শেষ দিনের মনোনয়ন প্রত্যাহার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Rupnarayanpur News ) পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেই রূপনারায়নপুর গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস।রূপনারায়নপুর পঞ্চায়েতে ২১টি সংসদ বা আসনের মধ্যে ১১টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে মঙ্গলবার সালানপুর বিডিও অফিসের সামনে আবীর খেলেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।


এদিন তৃণমূল যুব কংগ্রেসের নেতা মুকুল উপাধ্যায় ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিংকে আবীর লাগিয়ে আনন্দে মাতেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও পঞ্চায়েত সদস্যরা। এই প্রসঙ্গে ভোলা সিং বলেন, বিরোধীরা যাকে তাকে প্রার্থী করেছে। তাই এক এক করে এসে সেইসব প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করছেন। আর বিরোধী দলের নেতারা উল্টো পাল্টা মন্তব্য করছেন ।তারাও জানে উন্নয়ন কারা করছে। আর মানুষ যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তবে জয় আমাদেরই হবে জেমারী বাসুদেবপুর পঞ্চায়েতের পরে মনোনয়ন পত্র প্রত্যাহার পর্বেই রূপনারায়ানপুর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে গেলো।
যদিও বিরোধী দলের তরফে অভিযোগ করে বলা হয়েছে, সব জায়গার মতো এখানেও প্রার্থীদের মনোনয়ন পত্র তুলে নিতে শাসক দল হুমকি ও চাপ দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *