ASANSOL

DR.BIDHAN CHANDRA ROY-এর ১৪২ তম জন্মজয়ন্তী উপলক্ষে বিধান স্মৃতি শিক্ষা নিকেতন (উ: মা) বিদ্যালয়ে অনুষ্ঠান

বেঙ্গল মিরর, আসানসোল : বিধান স্মৃতি শিক্ষা নিকেতন (উ: মা) Damra পশ্চিম বর্ধমান । DR.BIDHAN CHANDRA ROY-এর ১৪২ তম জন্মজয়ন্তী উপলক্ষে এই বিদ্যালয়ে যথা যোগ্য মর্যাদায় একটি অনুষ্ঠান হয়। সকালে একটি বর্নাঢ্য শোভাযাত্রায় ছাত্র-ছাত্রী শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য বৃন্দ অংশ গ্রহণ করেন। এই উপলক্ষে রানিগঞ্জের বিধায়ক ও ADDA এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় । DR. BIDHAN CHANDRA ROY-এর আবক্ষ মূর্তি তে মাল্য দান করেন ও বিদ্যালয় এ নবনির্মিত Security Room, Cycle-Stand ও Flower Garden- এর উদ্বোধন করেন।

বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, Dr. বিধান চন্দ্র রায় এর জীবন ও কাজের নিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন। ২০২৩ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রী দের সম্বর্ধনা জানানো হয়।স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় প্রধান সুমিত রায় । সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বাদল মিশ্র । ছাত্র ছাত্রী দের লাড্ডু বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক তাপস ভট্টাচার্য ।

Leave a Reply