BARABANI-SALANPUR-CHITTARANJANRANIGANJ-JAMURIA

Panchayat Poll : বারাবনিতে নুসরাত জাহান, রানিগঞ্জ, সালানপুরে তরুণজ্যোতি ও অগ্নিমিত্রা পাল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আর হাতে মাত্র একটা দিন। বৃহস্পতিবার শেষ হচ্ছে পঞ্চায়েত ভোটের প্রচার। তার আগে বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে প্রচারের শেষ ল্যাপে জোর টক্কর হলো শাসক দল তৃনমুল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির মধ্যে।


৮ জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকালে আসানসোলের বারাবনি ব্লক তৃনমুল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ নুসরাত জাহানের জনসভা ও রোডশো হলো। প্রথমে বারাবনি বিধানসভার জামগ্রাম, খোঁড়াবড়, মদনপুর এলাকা নিয়ে জনসভা। তারপর দোমোহানি লাইব্রেরি থেকে বারাবনি বিডিও অফিস প্রযন্ত রোডশোয়ে ছিলেন শাসক দলের তারকা সাংসদ। তৃনমুল কংগ্রেস প্রার্থীরা ছিলেন বারাবোনি বিধানসভার বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, বারাবনি ব্লক তৃনমুল কংগ্রেস ব্লক সভাপতি অসিত সিংহ সহ অন্যান্যরা।


এদিকে আসানসোলের সালানপুর ও রানিগঞ্জে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করলেন আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক অগ্নিমিত্রা পাল ও আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি।

Leave a Reply