আসানসোলের মলে পথচলা শুরু অ্যাপল রিসেলার স্টোর ” আইডেস্টিনি” র
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের বার্ণপুরের চিত্রা মোড় সংলগ্ন গ্যালাক্সি মলে অ্যাপল অথরাইজড রিসেলার স্টোর ” আইডেস্টিনি” র পথচলা শুরু হলো। বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে প্রথমে ফিতে কেটে এই স্টোরের উদ্বোধন করা হয়। পরে প্রদীপ জ্বালানো ও কেক কাটা হয়।
আসানসোলের কেন্দ্র স্থলে অ্যাপল ক্রেতাদের জন্য একটি অত্যাশ্চর্য নতুন গন্তব্য তৈরি করেছে, এটি আসানসোলে আমাদের প্রথম পয়েন্ট অফ সেল ও পশ্চিমবঙ্গে চতুর্থ পয়েন্ট অফ সেল লোকেশন আইডেস্টিনির।
আইডেস্টিনি আসানসোলের মানুষদের প্রিয় গন্তব্য হতে চলেছে বলে মনে করেন কোম্পানির ডিরেক্টর বিজয় দুগার।
স্টোরটি অ্যাপলের ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এবং আইপ্যাডের সম্পূর্ণ সম্ভার থাকছে ও অ্যাপল ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী তৈরি করা হয়েছে বলে জানান, বিজনেস হেড (আইডেস্টিনি – অ্যাপল অনুমোদিত রিসেলার) শৌনক রায়।
অন্যদের মধ্যে ছিলেন সাক্ষী শর্মা (হেড অফ মার্কেটিং, আইডেস্টিনি অ্যাপল অনুমোদিত রিসেলার) ও সোমনাথ দত্ত, অপারেশন হেড, আইডেস্টিনি অ্যাপল অনুমোদিত রিসেলার)।,