BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি ব্লকের সকল জয়ী প্রার্থীদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার বারাবনি ব্লক অফিসে গ্রাম সংসদে জয়ী ১১৮ জন সদস্য এর হাতে বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান নিজে শংসাপত্র তুলে দেন। একই সাথে তিনি জানিয়েছেন, এদিন পঞ্চায়েত সমিতির ২৩ জন বিজয়ী প্রার্থীদেরও শংসা পত্র তুলে দেওয়া হল। তবে জেলা পরিষদের বিজয়ী প্রার্থীদের শংসাপত্র দেওয়া হয়েছে আসানসোল মহকুমা শাসকের দফতর থেকে। উল্লেখ‍্য বারাবনি ব্লকে পঞ্চায়েত নির্বাচন ফলাফল হবার পর থেকেই কর্মীদের উৎসাহ ছিল ।বারাবনি ব্লকে ত্রিস্তরিয় পঞ্চায়েত নির্বাচনে শাসক দল সমস্ত বিরোধীদের হারিয়ে একাই জয় লাভ করেছে।
যদিও নুনি পঞ্চায়েতের একটি বিজেপি ও একটি সিপিএম এর দখলে যায় ।


বৃহস্পতিবার সকালে বারাবনি ব্লক অফিস থেকে শংসাপত্র নিয়ে যান ।
এদিন বারাবনি ব্লক সভাপতি তথা
পঞ্চায়েত সমিতির জয়ী সদস্য অসিত সিংহ জানান এই এলাকায়
ভালো ভোট হয়েছে ।আগেই দুটি পঞ্চায়েত বিনাপ্রতিদ্বন্দিতাই জয়ী হয়েছিল বাকি পঞ্চায়েত গুলিও বিরোধী শূন্য পঞ্চায়েত দখলে এনেছে ।সমিতির সকল বিরোধী শূন্য।তবে মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে ভোট দিয়েছে ।কারন
পঞ্চায়েত গুলিতে যেভাবে উন্নয়ন হয়েছে তাতে মানুষ জানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার একমাত্র উন্নয়ন করে ।তাই আগামী পাঁচ বছরের পঞ্চায়েতে উন্নয়নের ধারা বয়ে আনবে ।তাছাড়া লক্ষী ভান্ডার মহিলাদের ক্ষেত্রে ব্যাপক সাড়া জাগিয়েছে।এতে মহিলারা প্রচুর ভোট দিয়েছে।
তিনি জানান বেশিরভাগ এলাকায় রাস্তা ঘাট ,আলো হয়েগেছে যেসকল জায়গায় বাকি রয়েছে তা করা হবে এবং কিছু কিছু এলাকায় জলের সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে খুব শীঘ্রই মানুষের কাছে জল পৌঁছে যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *