রানিগঞ্জ শহরে মিছিল তৃনমুল কংগ্রেসের
বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ২১ শে জুলাই শহীদ স্মরণে ” ধর্মতলা চলো ” র সমর্থনে শনিবার বিকালে আসানসোলের রানিগঞ্জ শহরে একটি মহামিছিল করলো রানিগঞ্জ টাউন ব্লক তৃনমুল কংগ্রেস ও তৃনমুল যুব কংগ্রেস। এদিন বিকেল চারটের সময় রানিগঞ্জ বিধানসভার অন্তর্গত রানিগঞ্জ শহরের রানিগঞ্জ তারবাংলা মোড় থেকে বিধায়ক তাপস বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল শুরু হয়। অন্যদের মধ্যে ছিলেন ব্লক সভাপতি রুপেশ যাদব। রানিগঞ্জ বাজার পর্যন্ত শহীদ স্মরণে আগামী ২১ শে জুলাই “ধর্মতলা চলো” সমর্থনে মহামিছিল যায় ।
এই প্রসঙ্গে তাপস বন্দোপাধ্যায় বলেন, তৃনমুল কংগ্রেসের কর্মী ও নেতাদের কাছে ২১ জুলাই দিনটার একটা আলাদা গুরুত্ব আছে। ১৯৯৩ সালে এই দিনটায় ” নো আইডেন্টিটি ” নো ভোট ” র ডাক দিয়ে কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিছিলের ডাক দিয়েছিলেন। সেদিন পুলিশের গুলিতে আমরা দলের ১৩ জন সহযোদ্ধাকে হারিয়েছিলাল। আজ সেইদিনের আন্দোলনের ফলে মানুষেরা নিজেদের সচিত্র পরিচয় পত্র নিয়ে ভোট দিচ্ছেন।