RANIGANJ-JAMURIA

ময়ূরাক্ষী এক্সপ্রেস অল্পের জন্য রক্ষা পেল দুর্ঘটনা থেকে, লাইনচ্যুত হল মালগাড়ি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : একের পর এক ভয়াবহ রেল দুর্ঘটনার ঘটনা ঘটার পর এবার পশ্চিম বর্ধমানের যাত্রী বোঝায় ময়ূরাক্ষী এক্সপ্রেস অল্পের জন্য রক্ষা পেল দুর্ঘটনা থেকে। তবে দুর্ঘটনার শিকার হল, ওই পথের রেললাইন দিয়ে যাওয়া এক মালগাড়ি। আসানসোল রেল ডিভিশনের অন্ডাল থেকে কাজোড়া স্টেশন যাওয়ার আগেই স্টেশনের অদূরেই সকাল আটটা নাগাদ লাইনচ্যুত হল মালগাড়ি। জানা গেছে এই মাল গাড়িটির ১৫ নম্বর বগির, একটি চাকা লাইন থেকে নেমে গিয়ে মালগাড়ি থেকে বিপজ্জনক অবস্থায় বেশ কিছুটা দূরত্বে নিয়ে যায়। আর এই ঘটনার প্রেক্ষিতে রেল লাইনের বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় এই অংশে রেল দুর্ঘটনার ঘটনা এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েক দফায় রেলের গাফিলতির কারণে রেলের ইঞ্জিনে আগুন ধরার ঘটনা থেকে শুরু করে, কাজোড়া গ্রাম এলাকায় লাইনচ্যুত হওয়ার ঘটনাও ঘটতে দেখা গেছে। যা নিয়ে রাজ্যের শাসক দল রেলের নিরাপত্তা নিয়ে তুলেছে প্রশ্ন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেন রেল দপ্তর সমস্তটাই বেসরকারিকরণ করে রেলকে ধীরে ধীরে পঙ্গু করতে চাইছে। রেলের যে সকল পরিসেবা আগে লক্ষ্য করা যেত তার বেশিরভাগটাই এখন শেষ হতে চলেছে আর রেলের নিরাপত্তার ব্যবস্থা একেবারে তলানিতে ঠেকেছে বলেই দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা মলয় চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *