রাজ্য জুড়ে পথে নেমে সরব হয়েছে বিজেপি, থানায় বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* মালদায় দুই আদিবাসী মহিলার উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে পথে নেমে সরব হয়েছে বিজেপি।
সোমবার আসানসোল উত্তর বিধান সভা বিজেপির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে আসানসোল উত্তর থানার সামনে একটি বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। করা হয় একটি বিক্ষোভ মিছিলও। নেতৃত্বে ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক তথা মুখপাত্র বাপ্পা চট্টোপাধ্যায়, আশা শর্মা, সুদীপ চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর ভৃগু ঠাকুর ও শংকর চৌধুরী।
বিজেপির নেতা ও কর্মীরা থানার সামনে বসে বিক্ষোভ দেখান।
বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে যাতে কোন রকম অশান্তি না হয় তারজন্য আসানসোল উত্তর থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/07/IMG-20230724-WA0020-500x283.jpg)
রানিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/07/IMG-20230724-WA0015-500x283.jpg)
বেঙ্গল মিরর, রানিগঞ্জ চরণ মুখার্জি গত ১৯ জুলাই মালদা জেলার বাউলগোলা এলাকায় দুই আদিবাসী মহিলাকে চুরির অপরাধে পুলিশের সামনে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই রাজ্য জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদের সোচ্চার হয়েছে। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য জুড়ে উত্তাল রাজ্য রাজনীতি। অন্যদিকে মনিপুরের ঘটনাকে ঘিরে সমগ্র দেশে বিজেপি সরকারকে দুষছে। ঐ সরকারের নিন্দায় সরব হয়েছে।
মালদায় সেই ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি তুলে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও কর্মসূচিতে শামিল হয়েছে বিজেপি নেতৃত্ব। সোমবার এই প্রেক্ষিতেই রানিগঞ্জ শহর মন্ডল ১ র পক্ষ থেকে রানিগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা ও কর্মীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন রানিগঞ্জ শহর মন্ডলের সভাপতি দেবজিৎ খাঁ, সভাপতি সিং, বাদশা চট্টোপাধ্যায় , পরিমল মাঝি, মনোজ কেশরিরা।