ASANSOL

কোলিয়ারি এলাকায় হনুমানের তান্ডব, আহত ১০

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ* আসানসোল উত্তর বিধানসভা এলাকার গিরমিন্ট কোলিয়ারি এলাকায় হনুমানের তাণ্ডব। সেই হনুমানের কামড়ে আহত হয়েছেন ১০ জনের মতো এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য বলে খবর । গোটা ঘটনার রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে একটি হনুমান আসানসোলের গিরমিন্ট কোলিয়ারি এলাকায় তান্ডব শুরু করে। এলাকার বহু মানুষকে আক্রমণ করে ঐ হনুমানটি। ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
শেষ পর্যন্ত খবর দেওয়া হয় বন দপ্তরকে । রবিবার বন দপ্তরের কর্মীরা সেই খবর পেয়ে এলাকায় আসেন । খাঁচার মধ্যে কলার টোপ দিয়ে ঐ হনুমানটিকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। হনুমানের আক্রমণে গীতা সোনার সহ আরো তিনজন গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ।
রবিবার বলতে গেলে, সারা দিন ধরে হনুমানটিকে বাগে আনতে রীতিমতো নাজাহাল হতে হয় বন দপ্তরের কর্মী সহ স্থানীয় বাসিন্দাদের। অবশেষে কলার টোপে খাঁচার মধ্যে ধরা পড়ে হনুমানটি। স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply