মণিপুরে মহিলা নির্যাতনের বিরুদ্ধে আসানসোলে প্রমীলা ব্রিগেডের বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বুধবার আসানসোলে প্রমীলা ব্রিগেডের পক্ষ থেকে মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করা ও নির্যাতনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রমীলা ব্রিগেডের পক্ষ থেকে আল্পনা ব্যানার্জি বলেন, মণিপুরে দুই নারীর সঙ্গে যেভাবে অমানবিক আচরণ করা হয়েছে তাতে সমগ্র মানবজাতি লজ্জিত।














তিনি বলেন, মণিপুরে ২ জন নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা নয়, আসলে এই অত্যাচার করা হয়েছে পুরো নারী জাতিকে। আর তারই প্রতিবাদে আজ এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন যে প্রমীলা ব্রিগেড একটি রাজনৈতিক সংগঠন যার পক্ষে কেন্দ্র এবং মণিপুরের বিজেপি সরকারের তীব্র নিন্দা জানিয়ে এই প্রতিবাদ করা হচ্ছে। তিনি বলেন, মণিপুরসহ সারা দেশে আজ নারীরা যেভাবে অসুরক্ষিত, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান উপহাসে পরিণত হয়েছে। কিন্তু আজ বিজেপির নেতৃত্বে দেশের কোনো প্রান্তে কোনো নারী নিরাপদ নয় অথচ প্রধানমন্ত্রী এক্ষেত্রে নীরব রয়েছেন।
,
- Asansol नगर निगम के कार्यक्रम में कुर्सियां रहीं खाली, सोशल मीडिया पर भाजपा पार्षद के पोस्ट से मचा राजनीतिक विवाद
- আসানসোল বইমেলার উদ্বোধন, চলবে ১০ দিন
- “आखिर !..सच क्या है?”**”क्या सचमुच, सच के आगे CM पद है”
- Asansol DRM ट्रांसफर विवाद पर फैसला 12 को
- বার্নপুরের স্কুলে পড়ুয়াদের উপর বহিরাগতদের হামলা, বিক্ষোভ উত্তেজনা


