RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ রেলস্টেশনে মালগাড়িতে আগুন, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, রানীগঞ্জ : মাল গাড়ির বগিতে আগুন, গল গল করে বের হচ্ছে ধোঁয়া, চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জ রেলস্টেশনে।
গত 21সে জুলাই আসানসোল ডিভিশনের তপসি রেল সাইডিং এ উল্টে গেছিল একটি মাল বোঝাই মাল বাড়ির বগি, স্থানীয় সূত্রে জানা গেছিল ওই ঘটনায় ৬ জন আহত হয়েছিল এবং হাসপতালে তারা চিকিৎসাধীন। এবার রানীগঞ্জ রেলস্টেশন দেখা গেল একটি কয়লা বোঝায় মালগাড়ি থেকে গল গল করে ধোঁয়া বেরোতে।

সূত্রের খবর বৃহস্পতিবার সকাল সাড়ে 9.30 নাগাদ দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। আচমকাই নজরে আছে সেই মাল গাড়ির বগি থেকে ধোয়া বের হতে। সেই সময় স্টেশনে যারা ছিলেন তাদের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষদের। দ্রুত তারা ঘটনা স্থলে পৌঁছায়। আসেন ডোমকলকর্মীরাও।

জানা যায় ওই মাল গাড়িতে কয়লা বোঝাই ছিল, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে হাই ভোল্টেজ ইলেকট্রিকের লাইন না কাটার জন্য সক্ষম হতে পারেনি ডোমকল কর্মীরা। ফলে ফিরে যেতে হয় তাদের। তবে কি কারনে আগুন লাগল জানা যায়নি। তবে রানীগঞ্জ রেলস্টেশনের স্টেশন ম্যানেজার অরুণ কুমার শর্মা, যদিও সংবাদমাধ্যমে এই বিষয় নিয়ে জানাতে অনিচ্ছুক।

Leave a Reply