পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে ১৩৩ তম মৃত্য দিবসে শ্রদ্ধাঞ্জাপন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ১৩৩ তম মৃত্য দিবসে শ্রদ্ধাঞ্জাপন আসানসোল পুরনিগমের। শনিবার এই উপলক্ষে আসানসোল জেলা আদালত সংলগ্ন পার্কে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করে আসানসোল পুরনিগম। সেখানে মূর্তিতে পূষ্পার্ঘ দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। ছিলেন মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান বান্টি ওরফে রাজেশ তেওয়ারি, কাউন্সিলর ববিতা দাস, ওএস বীরেণ অধিকারী সহ অন্যান্যরা।
অন্যদিকে, টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি, আসানসোলের পক্ষ থেকেও এদিন পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানো হয়েছে।














- ক্রিকেট খেলা নিয়ে বিবাদে রণক্ষেত্র বরাকর, ছোঁড়া হলো পাথর , চললো গুলি, জখম চার মহিলা
- Barakar Clash : दो गुटों में हिंसक झड़प, फायरिंग के आरोप
- আসানসোলে অভিনব গিনি হাউসে লাকি ড্র প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার
- SAIL ISP में सक्रिय हुआ एक और यूनियन, अन्य में तोड़-जोड़
- বার্নপুরে আইএসপি পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের সভায় মন্ত্রী মলয় ঘটক


