ASANSOL

আসানসোল পুরনিগমের ৮৫ নং ওয়ার্ডে রাস্তার শিলান্যাস, বস্তি ঘুরে দেখলেন মেয়র

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ৮৫ নং ওয়ার্ডের ইসমাইল টাওয়ার গলি এলাকায় রাস্তা নির্মাণের কাজের শিল্যান্যাস হলো শনিবার। এই উপলক্ষে এদিন ঐ এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সবার সঙ্গে মেয়র বিধান উপাধ্যায় নারকেল ফাটিয়ে এই শিলান্যাস করেন। পরে ঐ ওয়ার্ডেরই ইসমাইল মুচিপাড়া এলাকায় একটি বস্তি ঘুরে দেখেন মেয়র বিধান উপাধ্যায়।


মেয়র এই প্রসঙ্গে বলেন, প্রতি ওয়ার্ডেই উন্নয়নের কাজে ১০লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ওয়ার্ডে এই টাকায় নির্মিত হবে রাস্তা। অন্যদিকে এই ওয়ার্ডে বস্তি এলাকা ঘুরে দেখেছি। জলনিকাশি ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে। সবকিছু ঘুরে দেখার পরে তিনি কাউন্সিলারকে নির্দেশ দেন কিভাবে কাজটি হবে সেই বিষয়ে একটি রূপরেখা তৈরি করে পুরনিগমে জমা দিতে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
এদিনের এই অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পারিষদ মানস দাস, বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার, ৮৫ নং ওয়ার্ডের কাউন্সিলার কল্যাণী রায়, ওয়ার্ডের তৃণমূল নেতা গৌতম রায়, আশীষ দাঁ সহ অন্যান্যরা।

Leave a Reply