ASANSOL

আসানসোল সিভিল রাইটস্ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ মণিপুরে জাতি দাঙ্গা, নারী নিগ্রহ, কেন্দ্র ও রাজ্য সরকারের পরিকল্পিত নিষ্ক্রিয়তা ও কর্পোরেট লুঠের বিরুদ্ধে রবিবার আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের ডাকে বিএনআর মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের পক্ষে শিপ্রা চট্টোপাধ্যায় ও পার্থ ঘোষ।

এছাড়া বক্তব্য রাখেন সমাজকর্মী স্বপন পাড়িয়া, অধ্যাপক অর্ণব চট্টোপাধ্যায়, পিপলস ফোরামের সৌমেন্দু গাঙ্গুলি, সংখ্যালঘু দলিত মঞ্চের স্বপন দাস প্রমুখ। গান ও যন্ত্রসংগীত পরিবেশন করেন কানাইলাল কারফর্মা, সেনা, গৌর শর্মা ও শান্তনু ব্রহ্মচারী। সভা পরিচালনা করেন সুমন কল্যাণ মৌলিক।

Leave a Reply