আসানসোলে আজ পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : বন্দে ভারত হাওড়া-পাটনা-এর ট্রায়াল রান শুরু হয়েছে বা ট্রেন পাটনা থেকে সকাল ৮ টায় যাত্রা শুরু করেছে এবং ট্রেন দুপুর ১২ টা নাগাদ আসানসোল পৌঁছাবে। ট্রেনের আগমন আসানসোল ট্রেন এ নিয়ে আসানসোলের বাসিন্দাদের মধ্যে বেশ কৌতূহল দেখা যাচ্ছে। পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এই মাসেই শুরু হতে চলেছে। সম্ভবত এই ট্রেনটি ১৫ ই আগস্ট বা তার আগে চালু হবে।
বন্দে ভারত হাওড়া পাটনা এক্সপ্রেস সকাল ৮ টায় পাটনা থেকে ছাড়বে এবং প্রায় ৬ ঘণ্টা ৩০ মিনিট যাত্রা করে হাওড়া পৌঁছবে। ট্রায়াল রানে, জসিডিহ এবং আসানসোলে এটির স্টপেজ দুই মিনিটের জন্য দেওয়া হয়েছে। এটি জাসিডিহ পৌঁছাবে প্রায় ১১ টায় এবং আসানসোলে এর আগমনের সময় দুপুর ১২ টা বেজে ১৩ মিনিট।একইভাবে ফিরতি ট্রেন হাওড়া থেকে বিকাল ৩ টে বেজে ৫৫ মিনিটে ছেড়ে যাবে এবং রাত ১০ টা বেজে ৩৫ মিনিটে এ পাটনা পৌঁছবে। ফেরার পথে এটি আসানসোল আসার সময় ৫ টা বেজে ৫১ মিনিট এবং ২ মিনিট থামার পরে পাটনার উদ্দেশ্যে রওনা দেবে। লক্ষণীয় বিষয় যে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কয়েকদিন আগে টুইট করে এই বিষয়ে জানিয়েছিলেন যে হাওড়া বন্দে ভারত ট্রেন চালু হবে, তার পরে বেঙ্গল মিরর প্রথম এই খবর প্রকাশ করে।
Kub Sundar article👍
I have a new vanda bharath express trail korba hoba hwh to patna