ASANSOL

আসানসোল জেলা বার এ্যাসোসিয়েশনের নবনির্মিত শেডের উদ্বোধনে আইন মন্ত্রী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা আদালতে বার এ্যাসোসিয়েশনের প্রবেশ পথে তৈরি করা হয়েছে একটি শেড। শনিবার এক অনুষ্ঠানে সেই শেডের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। অন্যদের মধ্যে ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমাত্বানন্দজী মহারাজ, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, বার এ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক রাজেশ ওরফে বান্টি তেওয়ারি ও বানি মন্ডল, সিনিয়র আইনজীবী অমিতাভ মুখোপাধ্যায়, তপন চট্টোপাধ্যায়, তপন বন্দোপাধ্যায়, আইনজীবী অসিত নায়েক, সংগ্রাম সিং, পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস সহ বার এ্যাসোসিয়েশনের সদস্য অন্যান্য আইনজীবীরা।


অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, আসানসোল এখন জেলা আদালতে তকমা পেয়েছে। এই আদালতে এমন অনেক মানুষ ওকালতি করেছেন যারা পরবর্তী কালে অনেক বড় জায়গায় গেছেন। এই জেলা আদালতে অনেক নতুন কোর্ট চালু করা হয়েছে। আরো কিছু চালু করার প্রস্তাব দেওয়া হয়, তাহলে তা নিয়ে হাইকোর্টর সঙ্গে আলোচনা করা হবে।


বার এ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, চার লক্ষ টাকা ব্যয় করে শেড ও নিচের ফ্লোর করা হয়েছে। কারণ ঝড় বৃষ্টির সময় বার অ্যাসোসিয়েশনে ঢুকতে গিয়ে সমস্যায় পড়তে হয় আইনজীবীদের। অনেক সময় ঝড় বৃষ্টির কারণে জল জমে যেত এই এলাকায়। সেই কারণে এই শেড ও ফ্লোর তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী দিনে একটি কম্পিউটার সহ অনলাইন লাইব্রেরি, তিনতলা ও একটি লিফ্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *