ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর ব্লকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন এডিডিএ চেয়ারম্যান ও বারাবনির বিধায়ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- শনিবার সালানপুর ব্লকের জিতপুর পঞ্চায়েত ও আছড়া পঞ্চায়েত এলাকায় একগুচ্ছ সরকারি প্রকল্পের ফিতে কেটে প্রকল্পগুলির উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল এর মেয়র বিধান উপাধ্যায় ও রানীগঞ্জ বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি ।



এদিন উদ্বোধন করতে এসে সর্বপ্রথম জিতপুর পঞ্চায়েতের জিতপুর গ্রামে একটি কমিউনিটি হলের শিল্যান্যাস করেন ।১৩ লক্ষ ২১ হাজার ৮৮২ টাকা খরচ করে এই কমিউনিটি সেন্টার টি নির্মান করা হবে ।একইসাথে জিতপুর পঞ্চায়েতের মহুলডাঙ্গা গ্রামে নবনির্মিত একটি কমিউনিটি হলের শুভ উদ্বোধন করেন ও একটি নতুন ট্রান্সফারমা উদ্বোধন করেন ।সেখানে থেকে আছড়া পঞ্চায়েতের জোরবাড়ি লম্বা বস্তি নেতাজি কলোনিতেও ।১৩ লক্ষ ২১ হাজার ৮৮২ টাকা খরচ করে একটি কমিউনিটি হলের নির্মাণ করা হবে যার শিল্যান্যাস করাহল ফিতা কেটে ।


এদিন উদ্বোধন শেষে আসানসোল মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় জানান রাজ্যজুড়ে উন্নয়নের কাজ চলছে।সালানপুর ব্লকেও উন্নয়নের অনেক কাজ হয়েছে।এই কাজগুলি তার সাথে নতুন সংযোজন হল ।যদিও কাজগুলি পঞ্চায়েত নির্বাচন এর আগেই ঘোষণা হয়েগেছিল কিন্তু সেগুলি কাজ শুরু করা যায়নি তাই এখন শুরু করা হল।


আগামী দিনেও মানুষের চাহিদা মতো আরও উন্নয়নের কাজ হবে বলে তিনি জানান।
এদিনের কয়েক গুচ্ছ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ আরমান,পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূলের সহসভাপতি ভোলা সিং, উৎপল কর ,পঞ্চায়েতের সদস্য অপর্ণা রায়,সুজিত মোদক,শকুন্তলা মারান্ডি, ,তাপস মন্ডল সহ অনেকে ।

Leave a Reply