ASANSOL

আসানসোলে হোটেল মালিকদের সঙ্গে বৈঠকে পুলিশ আধিকারিকরা, দেওয়া হলো একগুচ্ছ নির্দেশিকা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: (Asansol News Today ) আসানসোল শহরে অপরাধ দমনে আরো সক্রিয় হলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট। দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন সোমবার আসানসোল শহরের মালিকদের সঙ্গে করা হলো একটি বৈঠক। আসানসোল পুরনিগমের কনফারেন্স হলে হওয়া এদিনের আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল -১) দেবরাজ দাস, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, আসানসোল উত্তর থানার ওসি তন্ময় রায় , আসানসোল দক্ষিণ থানার (পিপি) ওসি সঞ্জীব দে। কিছু হোটেল মালিকদের পরিবর্তে তাদের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।


মুলতঃ হোটেলে আসা কাস্টমার বা গ্রাহকদের থাকার ক্ষেত্রে কি নিয়ম ও আইন মানতে হবে, তা এদিনের বৈঠকে পুলিশ আধিকারিকরা হোটেল মালিকদের বুঝিয়ে দেন। বলা হয়েছে প্রতিটি সিসি ক্যামেরা শুধুমাত্র লোক দেখানো লাগালে হবে না। তা এ্যাকটিভ বা সক্রিয় রাখতে হবে। ক্যামেরার মুখ প্রোপার লোকেশান বা ঠিক জায়গায় লাগাতে হবে। যারা হোটেলে আসবেন, তাদের সচিত্র পরিচয়পত্র ও ছবি নিতে হবে। কেউ যদি গাড়ি নিয়ে আসে, তার নম্বরও হোটেল কতৃপক্ষকে নিতে হবে। যেসব নির্দেশিকা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তা যাতে হোটেলে আসা কাস্টমাররা দেখতে পান ও বুঝতে পারেন, তারজন্য তা রিসেপশনে লাগিয়ে রাখতে হবে। এরপরেও যদি কোন কাস্টমার নির্দেশিকা মানতে না চান বা খারাপ ব্যবহার করেন বা কাউকে দেখে সন্দেহ হয়, তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় তা জানাতে হবে।


এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু বলেন, আমরা চাই হোটেল মালিকরা আইন মেনে, নিয়মের মধ্যে থেকে ব্যবসা করুন। একইসঙ্গে শহর ঠিক থাকুক। আমরা সবরকম সহযোগিতা করবো। এর ফলে পুলিশের অপরাধ দমন করা অনেকটাই সহজ হবে। তিনি আরো বলেন, দু/একদিনের মধ্যেই পুলিশের তরফে কি কি করতে হবে, তারজন্য একটা নির্দেশিকা সব হোটেলে পাঠানো হচ্ছে। তা হোটেলের রিসেপশনে টাঙিয়ে দিতে হবে। যাতে সবার তা নজরে পড়ে।


প্রসঙ্গতঃ, পশ্চিম বর্ধমান জেলার সদর শহর হলো আসানসোল। আসানসোল দক্ষিণ ও আসানসোল উত্তর থানার আওতায় রয়েছে এই আসানসোল শহর। দুটি থানার অধীনে ছোট বড় মিলিয়ে ৫০ টিরও বেশি হোটেল আছে। মুলতঃ হোটেলে আশ্রয় নিয়ে কোন অপরাধী যাতে কোন অপরাধ সংঘটিত করতে না পারে, তারজন্যই তৎপর হয়েছে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *