ASANSOL

আইনমন্ত্রী মলয় ঘটকের স্বাস্থ্যের উন্নতি, সুস্থ রয়েছেন

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছে। বর্তমানে তিনি কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। আশা করা হচ্ছে খুব শীঘ্রই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

তার স্ত্রী সুদেষ্ণা ঘটক তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বার্তা দিয়েছেন যে মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদে ও আপনাদের সকলের শুভকামনা য় আপনাদের দাদা এখন অনেক সুস্থ ।যারা শুভকামনা বার্তা পাঠিয়েছেন, ফোন করেছেন, হসপিটালএ এসে দেখা করে গেছেন,আমাদের পাশে থেকেছেন প্রত্যেকেই জানাই আন্তরিক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা ।

উল্লেখযোগ্যভাবে, মঙ্গলবার বিধানসভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী মলয় ঘটক। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র মারফত খবর জ্বর ও রক্তচাপের সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply