ASANSOL-BURNPUR

সেল আইএসপি কর্মীর অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট করল সাইবার প্রতারকরা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ভীষণ নজরদারির ফলে সাইবার অপরাধীরা নানা কৌশল অবলম্বন করছে। সচেতনতার অভাবে মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। এবার সাইবার অপরাধীরা সেল আইএসপি কর্মচারীর ফোন থেকে ক্যাশব্যাকের প্রলোভন দিয়ে ২৫,০০০ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার সেল আইএসপি কর্মী সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রতারণার শিকার হয়েছেন সেল আইএসপি ডব্লিউআরএম এর কর্মী অনিরুদ্ধ ধীবর।
অনিরুদ্ধবাবু বলেন যে তিনি একটি তার ফোনে একটি কল রিসিভ করেন। তাকে বলা হয় যে তার ক্যাশব্যাক বাকি রয়েছে। তিনি যেন সেটি ক্লেম করেন। তাকে ফোন পে খুলে নোটিফিকেশন দেখতে বলা হয়। এরপরই তিনি সাইবার অপরাধের ফাঁদে পড়ে। গতকাল ৩০ আগস্ট সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে একটি নম্বর থেকে ফোন আসে যার নম্বর ৬২৯৬১৩৩৪৭৮। আমাকে ফোনপে তে ১০৫০ টাকার ক্যাশব্যাক সম্পর্কে বলা হয় এবং আমাকে সেই অব্যবহৃত ক্যাশব্যাকটি রিডিম করতে বলা হয় এবং আমাকে কিছু নির্দেশ অনুসরণ করতে এবং তার ফোনপে নম্বরে আবার ১০৫০ টাকা পাঠাতে বলে ওই ব্যক্তি । তারপরে আমি ১০৮০, ১০৫০, ১৯৮৫৭ টাকার মেসেজ পেয়েছি বারে বারে। আমার অ্যাকাউন্ট থেকে ১৯৯৯ এবং ৭৯৯ টাকা ডেবিট করা হয়েছে আরও পাঁচটি প্রতারণামূলক লেনদেনের মাধ্যমে (প্রতারণা আইডি- 8249357851@ybl)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *