ASANSOL-BURNPUR

বার্ণপুরের ইস্কো কারখানার ঘটনা : কর্মরত কর্মীর মৃত্যু, ময়নাতদন্ত আটকে চাকরির দাবিতে হাসপাতালে শ্রমিক সংগঠনের বিক্ষোভ

বেঙ্গল মিরর, বার্ণপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্ণপুর সেল আইএসপি বা ইস্কো কারখানায় কর্মরত অবস্থায় এক কর্মীর মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত কর্মীর স্ত্রীকে চাকরির লিখিত প্রতিশ্রুতি দিতে হবে এই দাবিতে তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, ইনটাক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা ইস্কো হাসপাতালে বিক্ষোভ দেখান। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। শনিবার বিকেলের শেষ খবর চাকরির প্রতিশ্রুতি না মেলায় পুলিশ কর্মীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যেতে পারেনি। মৃত কর্মীর নাম সুমন বিশ্বাস (৩৫)।


জানা গেছে, বার্ণপুরের সেল আইএসপি বা স্টিল প্ল্যান্টে সিসিপি বিভাগে শুক্রবার রাতের শিফটে ডিউটি করছিলেন সুমন বিশ্বাস। পরে তিনি বিভাগের রেস্টরুমে চলে যান। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হয়। প্রথমে তাকে নিয়ে আসা হয় কারখানার ভেতরের হেল্থ সেন্টারে। শনিবার সকালে সেখান থেকে তাকে ইস্কো হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সুমন বিশ্বাসের মৃত্যুর ঘটনার খবর পেয়ে তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উৎপল সেন, পার্থ বন্দোপাধ্যায়, পবিত্র মাজি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে পৌঁছান। পরে হাসপাতালে আসেন ইস্কো কারখানার জিএম ( পিপি) গৌতম বন্দোপাধ্যায় সহ অন্য আধিকারিকরা।

কারখানার তরফে বলা হয়, কর্মীর মৃত্যুর কারণ জানতে মৃতদেহর ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তারপর পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু শ্রমিক সংগঠনের নেতারা কারখানা কতৃপক্ষের এই দাবি মানতে চাননি। তারা বলেন, আগে স্ত্রীকে চাকরির লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। এর আগে, এমন ঘটনা ঘটেছিলো। কিন্তু কারখানা কতৃপক্ষ তাদের প্রতিশ্রুতি রাখেনি। তাদের দাবি, সেলের অধীনে থাকা দেশের অন্য কারখানার নিয়ম এই কারখানায় মানা হচ্ছে না। এই টানাপোড়েনের জেরে ময়নাতদন্ত শেষ পর্যন্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *