ASANSOL

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার ওসি সহ ১২ জন এসআইকে বদলির নির্দেশ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : ব্রেকিং: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার ওসি সহ ১২ এসআইকে বদলি করার নির্দেশ জারি করা হয়েছে। আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ১২ জন এসআই পদমর্যাদার অধিকারিকের বদলির নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ অনুযায়ী সুদীপ্ত প্রামাণিককে কোকো ওভেন থানার ওসি , রাজশেখর মুখার্জিকে জামুরিয়া থানার ওসি, রাহুলদেব মণ্ডলকে এনটিএস থানার ওসি, তন্ময় রায়কে অন্ডাল থানায়, অমিত হালদারকে আসানসোল উত্তর থানায়, শান্তনু অধিকারীকে ডিডি, মলয় দাসকে নিমচা ফাঁড়ির ইনচার্জ, রঞ্জিত বিশ্বাসকে লাইসেন্স সেকশন ইনচার্জ, মোহিনী মোহন হোতা কে শাঁকতোরিয়া ফাঁড়ি, কার্তিক চন্দ্র ভূঁইয়াকে চৌরঙ্গী ফাঁড়ি, শীতল নাগকে চুরুলিয়া ওপি ইনচার্জ করা হয়েছে। যেখানে বিশ্বজিৎ রায়কে দুর্গাপুর থানায় পাঠানো হয়েছে

Leave a Reply