ASANSOL

পশ্চিম বর্ধমানের জেলাশাসক বদলি, নতুন ডিএম এস পোন্নাবলম

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদকে (আইএএস) বদলি করা হলো। মঙ্গলবার জানা গেছে, দার্জিলিংয়ের জেলাশাসক এস পোন্নাবলম পশ্চিম বর্ধমানের নতুন জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ( ডিএম)। এস অরুণ প্রসাদকে নদিয়া জেলার ডিএম বা জেলাশাসক হিসাবে বদলি করা হয়েছে বলে জানা গেছে। সেখানে তিনি বর্তমান জেলাশাসক শশাঙ্ক শেঠির স্থলাভিষিক্ত হবেন।

IAS S Ponnabalam


উল্লেখ্য, এর আগে শশাঙ্ক শেঠি পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে ছিলেন । প্রসঙ্গতঃ, ২০২১ সালে পশ্চিম বর্ধমানের জেলাশাসক হিসেবে এসেছিলেন এস অরুণ প্রসাদ।
উল্লেখ্য, অতি সম্প্রতি আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও পদে যোগ দিয়েছেন আইএএস আকাঙ্খা ভাস্কর। আগামী দিনে রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে আরো রদবদল হতে চলেছে।

Leave a Reply