পশ্চিম বর্ধমানের নতুন জেলাশাসক হিসাবে দায়িত্ব নিলেন পোন্নাবলম এস
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমান জেলার নতুন জেলাশাসক হিসাবে সোমবার দায়িত্ব নিলেন পোন্নাবলম এস। তিনি এস অরুণ প্রসাদের (আইএএস) জায়গায় পশ্চিম বর্ধমানের জেলাশাসক হলেন। গত ১২ সেপ্টেম্বর নবান্ন থেকে এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছিলো।
এদিন আসানসোলে জেলাশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানে পোন্নাবলম এসকে দায়িত্বভার বুঝিয়ে দেন এস অরুণ প্রসাদ।
পোন্নাবলম এস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আশা করবো জেলাশাসক হিসাবে কাজ করতে সবার সবরকম সহযোগিতা পাবো।
একইভাবে, বিদায়ী জেলাশাসক এস অরুণ প্রসাদ বলেন, এই জেলায় জেলাশাসক হিসাবে কাজ করতে সবার খুবই সহযোগিতা পেয়েছি।
প্রসঙ্গতঃ, পশ্চিম বর্ধমান জেলায় আসার আগে দার্জিলিংয়ের জেলাশাসক ছিলেন পোন্নাবলম এস। পশ্চিম বর্ধমানের জেলাশাসকের এস অরুণ প্রসাদকে নদিয়া জেলার ডিএম বা জেলাশাসক হিসাবে বদলি করা হয়েছে। সেখানে তিনি নদীয়ার বর্তমান জেলাশাসক শশাঙ্ক শেঠির স্থলাভিষিক্ত হবেন।
উল্লেখ্য, এর আগে শশাঙ্ক শেঠি পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে ছিলেন । প্রসঙ্গতঃ, ২০২১ সালে পশ্চিম বর্ধমানের জেলাশাসক হিসেবে এসেছিলেন এস অরুণ প্রসাদ।
সম্প্রতি আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও পদে যোগ দিয়েছেন আইএএস আকাঙ্খা ভাস্কর।
ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিভিন্ন জেলার পুলিশ ও প্রশাসনিক স্তরে একাধিক অফিসারদের বদলি করা হয়েছে।
- Raniganj परित्यक्त भवन ढहा दबने से 2 की मौत
- রানীগঞ্জে দেওয়াল চাপা পড়ে দুজনের মৃত্যু, কয়েকজন চাপা পড়ার আশঙ্কা
- মুখ্যমন্ত্রী পৌঁছলেন প্রতিবাদ মঞ্চে, বললেন আমি আপনাদের দিদি, ভেঙে দেওয়া হল সমস্ত রোগী কল্যাণ সমিতি
- Mamata Banerjee का मास्टर स्ट्रोक पहुंची धरना मंच, कहा सीएम नहीं आपकी दीदी, सभी रोगी कल्याण समिति भंग
- Asansol फिर खुली ड्रेनेज सिस्टम की कलई, सड़कों पर भरा पानी, जनता परेशान