ASANSOL

আসানসোলের জিটি রোড লাগোয়া গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার / চাঞ্চল্য

বেঙ্গল মিরর, আসানসোল, ১৩ আগষ্টঃ আসানসোল শহরের জিটি রোড লাগোয়া একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল দক্ষিণ থানার গীর্জা মোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অঞ্জাত পরিচয় মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মৃত ঐ যুবক স্থানীয় বা আশপাশের এলাকার নয়। সম্ভবত বুধবার রাতের কোন এক সময় সে এই গীর্জা মোড় এলাকায় আসে। সুযোগ বুঝে পাঁচিলের গায়ে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। বৃহস্পতিবার সকালে গাড়ি স্ট্যান্ডের লোকেরা যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারাই আসানসোল দক্ষিণ থানায় খবর দেন।
পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঐ যুবকের পরিচয় ও বাড়ির ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply