DURGAPUR

দুর্গাপুরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর বিশেষ নজরদারি দল, বিদেশী কোম্পানির সিগারেট বিক্রির অভিযোগ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,দুর্গাপুর : এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর বিশেষ নজরদারি দল, বিশেষ অভিযোগের ভিত্তিতে, দীর্ঘ দিন নজরদারির চালানোর পর, হঠাৎই করে অতর্কিতে অভিযান চালিয়ে, দোকানে তল্লাশি করে, অন্যায় ভাবে রাখা বিদেশী কোম্পানির সিগারেট বিক্রির অভিযোগে, বৃহস্পতিবার দুপুর নাগাদ, দুর্গাপুরের সিটি সেন্টারের এডিডিএ র বটতলা সংলগ্ন দুটি দোকানে ও দুর্গাপুর সিনেমা হলের কাছে একটি দোকানে সদলবলে অভিযান চালিয়ে, ব্যাপক সংখ্যায় বিভিন্ন ব্র্যান্ডের ও অনামী বেশ কিছু ব্র্যান্ডের, প্রচুর পরিমাণ বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল।

জানা গেছে দীর্ঘদিন ধরে এই সকল দোকানগুলি থেকে শুল্ক ফাঁকি দিয়ে, বিদেশী সিগারেট বিক্রি করতো এই দোকানিরা। যার ফলে একদিকে যেমন রাজস্বের ক্ষতি হচ্ছিল, তেমনি বহু ব্র্যান্ড বিহীন সিগারেট, বিক্রি হওয়ায় তার গুণগত মান নিয়েও, ছিল নানান প্রশ্ন। যা শরীরের পক্ষে ক্ষতিকর তো বটেই,এর দ্বারা বিষক্রিয়া পর্যন্ত ঘটাতে পারে, বলেই মনে করছেন অভিজ্ঞ মহল। এবার সেই সকল সিগারেট বিক্রির দোকানগুলিতে, অতর্কিত পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, এই বিশেষ অভিযান চালানোয়, এই অন্যায় ভাবে বিদেশী সিগারেট বিক্রির ক্ষেত্রে, অনেকটাই লাগাম কষা যাবে বলেই অনুমান এলাকাবাসীর। এদিনের এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর বিশ্বজিৎ মন্ডল, এস আই উজ্জ্বল দত্ত, এসআই জয়ন্ত কুমার মুখোপাধ্যায়, এ এস আই সুমন্ত সাহানা, এএসআই তেজারত হোসেন, এল এ এস আই মীনাক্ষী শ্রীবাস্তব, কনস্টেবল অনিল মান্ডি সহ দুর্গাপুর থানার বিশেষ পুলিশ বাহিনী।

Leave a Reply