ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

আচমকা ভেঙ্গে পড়লো ইসিএল আবাসনের চাল

বেঙ্গল মিরর, কাজল মিত্র:- সালানপুর এরিয়ার ইসিএলের ডাবর কলিয়ারিতে শয়ে শয়ে রয়েছে শ্রমিকদের আবাসন। তার দশা বেহাল হয়ে পড়েছে।জীবন হাতে নিয়ে আবাসনে বসবাস করছে ইসিএলের শ্রমিকের পরিবারের সদস্যরা।বৃহস্পতিবার দিন হটাৎ দেখা গেলো ডাবর কলিয়ারির NHS-15 দুতালা কোয়াটারের একটি আবাসনের বারান্দা ও সিডির নিচের অংশ ভেঙ্গে পড়ে যায়।তাছাড়া অধিকাংশ
কোয়াটারের ফাটল ধরে রয়েছে।অল্পের জন্য প্রাণে বাঁচে অনুভা মুখার্জী নামক এক মহিলা।তিনি জানান অনেকবার ইসিএল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এই অঞ্চলের কোয়াটারের দুরবস্থা নিয়ে।কর্তৃপক্ষ বার বার শুধুমাত্র আশ্বাস দিয়েছে তবে কাজ হয়নি।কয়েক মাস আগে কোয়াটারের কাজ করা হলেও কোনো লাভ হয়নি।চারিদিকে ডেঙ্গুর প্রভাব বেড়ে চলেছে,মানুষের মৃত্যু হচ্ছে।কিন্তু ইসিএলের সালানপুর এরিয়ার ডাবর কোলিয়ারির কোয়াটারের সামনে জল জমে রয়েছে রাস্তায়,জঙ্গলে ভর্তি এলাকা ও নর্মদায় দুর্গন্ধ যুক্ত জল জমে রয়েছে।কোনো পরিস্কার পরিচ্ছন্ন করা হয়নি।মানুষের জীবন নিয়ে খেলা চলছে।

এই প্রসঙ্গে শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্তব জানান ইসিএলের প্রতিটি মিটিং-এ কোয়াটারের দুরবস্থা নিয়ে বলা হয়েছে।ইসিএল কর্তৃপক্ষ কাজও করেছিলো কিন্তু কোনো লাভ হয়নি।সেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে কোয়াটার গুলিতে।আজ সকালে চাল ধসার ফলে অনেকে প্রাণে বেঁচে যায়।তাছাড়া এই এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা বলে কিছু নেই।রাস্তায় জল জমে রয়েছে,জঙ্গলে ভর্তি,রাস্তা ঘাট খারাপ,রাস্তায় কোনো আলো নেই।অনেক বার এজেন্ট ও ম্যানেজারকে বলা হয়েছে তবে কোনো লাভ হয়নি। এই অবস্থা যদি চলতে থাকে তবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে।এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্য ধনঞ্জয় মাঝি জানান ইসিএল এই অঞ্চলে কোনো কাজ করে না।তাদের কাছে এলাকার সমস্যা কথা বলতে গেলেও তারা দেখা করেন না।তবে এই ঘটনা প্রসঙ্গে ডাবর কোলিয়ারির এজেন্ট দীনেশ প্রসাদের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান এই ঘটনা প্রসঙ্গে তার কোনো জানা নেই।তিনি খবর নিয়ে দেখবেন।

Leave a Reply