ASANSOL

দ্বিতীয় দিনেও মাইথন, পাঞ্চেত ও দূর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো জল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দ্বিতীয় দিন মঙ্গলবারেও মাইথন ও পাঞ্চেত জলাধার এবং দূর্গাপুর ব্যারেজ থেকে জলছাড়া অব‍্যাহত রয়েছে। যদিও এদিন মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমান সামান্য কমানো হয়েছে। তবে পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমান বেড়েছে বলে ডিভিসি সূত্রে জানা গেছে ।


এদিন সকালে পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমান ৭৫ হাজার কিউসেক ছিলো বলে জানা গেছে। অন‍্যদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমান কমে ৩৫ হাজার কিউসেক করা হয়েছে। দুটি জলাধার থেকে এদিন সবমিলিয়ে ১ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে, এদিন সকালে দূর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ৩৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। সোমবারের তুলনায় একমাত্র মাইথন থেকে মঙ্গলবারে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে। বাকি দুজায়গা থেকে এদিন জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে।


এদিন ডিভিসি থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা থেকে জানা গেছে, দামোদর ও বরাকর নদীর উচু এলাকা বা উচ্চ উপত‍্যকা তথা ঝাড়খণ্ড রাজ‍্য ও বাংলা সীমান্তে ধারাবাহিক ভারী বৃষ্টি হচ্ছে গত কয়েক দিনে। যে কারনেই দুই জলাধার ও দূর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরপর দুদিন এত বেশি পরিমান জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন উপত‍্যকার কোনো কোনো এলাকা প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে ।
অন্যদিকে, সরকারি সূত্রে জানা গেছে, ডিভিসি জল ছাড়ার কারণে হুগলি, হাওড়া সহ সাতটি জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার পরিস্থিতি তৈরী হয়েছে। এইসব জেলার প্রশাসনকে সতর্ক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *