BARABANI-SALANPUR-CHITTARANJAN

স্কুলের রান্না ঘরে সারারাত আটকে পড়ল কুকুর, বিক্ষোভ গ্রামবাসীদের

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের ধুন্দাবাদ গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে রান্না ঘরে একটি কুকুর মঙ্গলবার থেকে আটকে থাকে।কুকুরের চিৎকারে গ্রামবাসীরা জানতে পারে একটি কুকুর স্কুলের রান্না ঘরে আটকে রয়েছে যা প্রধান শিক্ষককে জানান।তবে সারারাত ওই রান্না ঘরে বন্ধ থাকার পরে বুধবার সকালে শিক্ষক শিক্ষিকা দের কাজের অবহেলার অভিযোগে তুলে বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামবাসীরা ।

এদিন স্থানীয় এক গ্রামবাসী জয়ন্ত বাউরি জানান এই স্কুলের প্রায়শই অনিয়ম ও অবহেলার অভিযোগ উঠে আসে।অনেকবার এর আগেও স্কুল এর শ্রেণী কক্ষ ও রান্না ঘর
বন্ধ নাকরে চলে যায়।গতকাল অর্থাৎ মঙ্গলবার ঠিক একই ভাবে স্কুলের রান্না ঘরে একটি কুকুরকে ভেতরে রেখেই বন্ধ করে দেয় যে কুকুরটির গায়ে দুর্গন্ধ ও পোকা হয়ে রয়েছে ।ফলে যে রান্না ঘরে কুকুরটি ছিল সেখানেই ছাত্র ছাত্রীদের খাবার রান্না হয় এবং রান্নার জিনিসপত্র সেখানেই রাখা হয় ফলে ছাত্র ছাত্রীদের সেইসব পত্রের তৈরি খাবার খাওয়ালে রোগ ছড়াতে পারে।তাই তারা জানান প্রধান শিক্ষককে আরেকটু সতর্কভাবে চলতে হবে এছাড়া পড়াশোনার মানও একটু বাড়াতে হবে।এই স্কুলে মোট চারটি ক্লাস রয়েছে যেখানে তিনজন শিক্ষক-শিক্ষিকা দ্বারা বর্তমানে 40 জন শিশু পড়াশোনা করে।যদিও পড়াশোনার মান খুবই নিম্ন এমনটাই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।


এবিষয়ে স্কুল ইনচার্জ সুব্রত অধিকারী জানান স্থানীয়রা এটা ঠিক যে একটি কুকুর কোন রকমে রান্না ঘরে ঢুকে পড়েছিল সেটি নাদেখেই দরজা বন্ধ করে চলে যান কিন্তু অন্যান্য যেসকল অভিযোগ করেছে টা সম্পূর্ন মিথ্যা।তবে স্কুল কর্তৃপক্ষ জানান আজকে মিড ডে মিলের কোন রান্না করা হবে না ছাত্র-ছাত্রীদের শুকনো খাবার দেওয়া হবে।

Leave a Reply