সাত সকালে শুট আউট, চাঞ্চল্য, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু সুদ কারবারির
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল, ১০ অক্টোবরঃ সাত সকালে শুট আউটের ঘটনা। পরপর গুলি। আর তাতেই মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর এলাকায়। মৃতের নাম শম্ভুনাথ পন্ডিত ওরফে মিশ্র (৫৫)। দূর্গাপুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে এমন একটা ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ঘটনার সম্পর্কে জানা গেছে, অন্যদিনের মতো
বুধবার সকাল সাতটা নাগাদ অন্যদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে ছিলেন কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর এলাকার বাসিন্দা শম্ভুনাথ মিশ্র। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার মোড়ে দাড়িয়েছিল শম্ভুনাথ মিশ্র। সেই সময় জনা তিনেক দুষ্কৃতি মোটরবাইক এসে শম্ভুনাথকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। সঙ্গে সঙ্গে সে রক্ষাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। আওয়াজ পেয়ে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। ততক্ষণে বেপাত্তা হয়ে গেছে দূষ্কৃতিরা।
খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী আসে।
গুলিবিদ্ধ অবস্থায় ঐ ব্যাক্তিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ রাউন্ড গুলি চলেছে।ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।
এই প্রসঙ্গে শম্ভুনাথ পন্ডিত ওরফে মিশ্রের স্ত্রী নীলম দেবী বলেন, অন্যদিনের মতো এদিন সকাল সাতটা নাগাদ খাবার পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্বামী রাস্তায় দাঁড়িয়েছিলো। খবর পাই তার কিছু হয়েছে। পরে জানতে পারি, গুলি করা হয়েছে। বুঝতে পারছি না কি হলো। তিনি বলেন, স্বামী কি একটা ব্যবসা করতো। আমাকে কিছু বলতো না। তবে এলাকা সূত্রে জানা গেছে, খুন হওয়া ব্যক্তি সুদের কারবারি ছিলেন।
আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) অভিষেক মোদি বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে।