ASANSOL

আসানসোল হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের রাশ এবার যুবদের হাতে

শঙ্কর চ্যাটার্জি ওরফে রিজুকে সেক্রেটারি, সুনীলকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের রাশ যুবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। উপদেষ্টা বোর্ডে ঊর্ধ্বতন আধিকারিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল সমিতির সভায় সাংগঠনিক পরিবর্তন আনা হয়। সিগনেচার হোটেল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সচিবের প্রতিবেদনের ওপর আলোচনা করে তা অনুমোদন করা হয়। কোষাধ্যক্ষের আর্থিক রিপোর্ট অনুমোদনের পর বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। অবশেষে নতুন কমিটি গঠন করা হয়। এতে সুনীল কুমার (হোটেল হিন্দুস্তান রেসিডেন্সি) সভাপতি এবং শঙ্কর চ্যাটার্জি (হোটেল চ্যাটার্জি ইন্টারন্যাশানাল) সম্পাদক, সুপ্রভাত বিসওয়াল (হোটেল প্রিয়াঙ্কা ইন্টারন্যাশানাল) সহ-সভাপতি এবং নূর মল্লিক (হোটেল রোশন) কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এর সাথে, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন রাজন বগ্গা, অভিষেক লায়ক, চেতন আগরওয়াল, অরবিন্দ আগরওয়াল, রাহুল আগরওয়াল এবং সিদ্ধার্থ যাদব।

একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রাক্তন সভাপতি ভি কে ঢাল, প্রাক্তন সভাপতি মনিন্দর কুন্দ্রা, প্রাক্তন সচিব অশোক সাঁথালিয়া, প্রাক্তন সহ-সভাপতি অনিল আগরওয়াল এবং সোমনাথ বিসওয়াল। এই বৈঠকে পূর্বাশা ইন্টারন্যাশনাল হোটেল, হোটেল সরিতা, হোটেল এক্সেলেন্সি, হোটেল পারস, হোটেল রোশন, হোটেল দ্য সিগনেচার, প্রিয়াঙ্কা হোটেল, হোটেল কস্তুরী, হোটেল বৈজনাথ, হোটেল দেওয়ান ইন্টারন্যাশনাল, কল্যাণী হোটেল, হোটেল রিগাল ইন্টারন্যাশনাল, হিন্দুস্তান রেসিডেন্সি, বাবাই হোটেল, হোটেল দ্য সিগনেচার, ইস্পাত ইন্টারন্যাশনাল, হোটেল এভারগ্রিন, হোটেল শিবালিক এবং হোটেল সুমিত্রার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply