BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি এমএলএ কাপ ২০২৩ এ দামালিয়া যুবরাজ গ্রুপ জয়ী

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনি এম.এল.এ কাপ ২০২৩ এর যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল বেশ কিছুদিন আগে তবে বিশেষ কারণে ফাইনাল খেলাটি স্থগিত করা হয়েছিল যার
চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল দোমহনি কেলেজোড়া হায় স্কুল ময়দানে।এই ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব বনাম দামালিয়া যুবরাজ গ্রুপ
টানটান উত্তেজনার মধ্যে এক শুন্য গোলে জয়ী হলো দামালিয়া যুবরাজ গ্রুপ। জয়ী দলের হাতে ৫০ হাজার টাকা ও ট্রফি তুলে দিলেন
বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় । একই সাথে পরাজিত হয়ছে তাদের হাতে ৩০ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়।


এই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার ছোট পর্দার নায়িকা দিশা ব্যানার্জি এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং, সহ-সভাপতি সুফল মাঝি বিশিষ্ট সমাজসেবি নিমাই মিত্র, জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত ছাড়া অন্যান্য ব্যক্তি গন ।

Leave a Reply