সমকামীতা মেনে নেয় নি স্বামী ও শাশুড়ি ! তার জেরেই শাশুড়িকে পিটিয়ে খুনের অভিযোগ বৌমার বিরুদ্ধে
বেঙ্গল মিরর, দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : সমকামীতা মেনে নেয় নি স্বামী ও শাশুড়ি, তার জেরেই শাশুড়িকে পিটিয়ে খুন করল বৌমা, বৌমার বান্ধবী সিভিক ভল্যান্টিয়ার, বৌমার ভাই ও বাবা। এর পাশাপাশি সম্পত্তিজনিত লোভের অভিযোগও এনেছে পরিবার। সব মিলিয়ে এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল শিল্পশহর দুর্গাপুর। অভিযোগের তীর বৌমা সুনন্দা রায়, সিভিক ভল্যান্টিয়ার বান্ধবী , বৌমার ভাই অনিমেষ তা ও বৌমার বাবা জয়দেব তা। মৃতা নাম অনিমা রায় (৭০)।
ঘটনা সূত্রপাত বছর দুয়েক আগে। সিভিক ভল্যান্টিয়ার অমৃতার সাথে সম্পর্কের সুত্রপাত হয় গৃহবধু সুনন্দা রায়ের। এই সম্পর্কে প্রথম থেকেই আপত্তি ছিল স্বামী প্রশান্ত রায় ও শাশুড়ি অনিমা রায়ের। এর পাশাপাশি বেনাচিতির দেবীনগরে যে বাড়ীতে রায় পরিবার বসবাস করেন, সেই বাড়ীটির ওপরও নজর ছিল ওই সিভিক ভলান্টিয়ার মহিলার এমনই অভিযোগ রায় পরিবারের। এই নিয়ে গত দু থেকে আড়াই বছর ধরে অশান্তি চলছিল পরিবারে। এই অশান্তি চরমে ওঠে গত ২৯ শে অক্টোবর লক্ষ্মী পুজোর পরের দিন।
বেনাচিতির দেবী নগরের বাড়ীতে বৃদ্ধ অনিমা রায় কে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে ওই গৃহবধূ সুনন্দা রায়, সুনন্দা রায়ের বান্ধবী , অনিমেষ তা ও জয়দেব তা এর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও পরে বিধান নগরের এক বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গতকাল ৯ই নভেম্বর বিকেলে মৃত্যু হয় অনিমা রায়ের। অভিযুক্তদের বিরূদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন মৃতার দুই ছেলে শ্রীকান্ত রায় ও প্রশান্ত রায়।স্বভাবতই এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে সমাজ কোন পথে চলেছে? এই অস্থিরতা ও ভারসাম্যহীনতার কারণ কি যার বলি হতে হচ্ছে পরিবারের বৃদ্ধা বৃদ্ধাদেরও।
- डीएवी मॉडल स्कूल आसनसोल का वार्षिक उत्सव
- আসানসোলে আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের সামনেই তৃণমূল কাউন্সিলারের সঙ্গে কংগ্রেস নেতার বচসা, ধাক্কাধাক্কি
- Asansol : आंदोलन के दौरान टीएमसी और कांग्रेस नेता में टकराव
- Maithon Picnic Spot Welcome Gate समेत विभिन्न योजनाओं का उद्घाटन
- মাইথন পিকনিক স্পটের স্বাগতম গেট সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়