KULTI-BARAKAR

কালি পুজোর রাতে মর্মান্তিক পথ দূর্ঘটনা ,বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ

বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Road Accident at Kulti ) কালি পুজোর রাতে মর্মান্তিক পথ দূর্ঘটনা। পুজো শেষে বাড়ি ফেরার বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। রবিবার রাতে সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার রাধানগর গ্রামে। রাধানগর রোডের বাসিন্দা মৃত পথচারীর নাম অভিজিৎ চক্রবর্তী (৪৩)। এই ঘটনার পরে এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা প্রথমে রবিবার রাতে ও পরে সোমবার সকালে মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দেওয়া ও রাস্তায় দ্রুত গতিতে বেপরোয়া ভাবে গাড়ি চলাচলে রাশ টানতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এর জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলটি থানার পুলিশ এলাকায় আসে। পুলিশের আশ্বাস ও হস্তক্ষেপে বেশ কিছুক্ষন পরে রাস্তা অবরোধ বিক্ষোভ উঠে । সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে পথচারীর মৃতদেহর ময়নাতদন্ত।


পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোল পুরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের কুলটির রাধানগর রোডের বাসিন্দা অভিজিৎ চক্রবর্তী ও তার স্ত্রী রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ কালি পুজোর শেষে বাড়ি ফিরছিলেন। সেই সময় কুলটির নিয়ামতপুরের দিক থেকে আসা একটি অলটো গাড়ি দ্রুত গতিতে বেপরোয়া ভাবে এসে নিয়ামতপুর – চিনাকুড়ি রোডে রাধানগর গ্রামে তাকে ধাক্কা মারে। সেই ধাক্কায় দূরে ছিটকে পড়েন অভিজিৎ চক্রবর্তী। ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর গ্রামের মানুষের ক্ষতিপূরণ এবং রাস্তায় ব্যারিকেডের দাবিতে রবিবার রাতে ও সোমবার সকালে পথ অবরোধ করেন। পরে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসে। পুলিশ দাবি পূরণের আশ্বাস দিলে রাস্তা অবরোধ বিক্ষোভ উঠে যায়।
পুলিশ জানায়, গাড়ি ও চালককে আটক করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply