ASANSOL

তৃণমূল কংগ্রেসে ৪৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ছটব্রতী দের হাতে শাড়ি তুলে দেওয়া হলো

বেঙ্গল মিরর, আসানসোল : মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাজ্যের মাননীয় মন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মলয় ঘটক এর নির্দেশে আসন্ন ছট পুজো উপলক্ষে ৪৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়ার্ডের ছটব্রতী দের হাতে শাড়ি তুলে দেওয়া হলো, এই কার্যক্রমে ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেস কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিগত পৌর নিগম নির্বাচনে বিরোধী প্রার্থী এই ওয়ার্ডে জয়লাভ করায় এই ওয়ার্ডের মানুষ বিভিন্ন সেবামূলক কাজকর্মে বঞ্চিত ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের সক্রিয়কর্মীবৃন্দ বছরের সব সময় সুখ দুঃখে ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে সব সময় থাকেন।

এই দিনওয়ার্ড প্রেসিডেন্ট সম্রাট ঘোষের নেতৃত্বে প্রায় একশো শাড়ি ছট ব্রতী দের ঘরে ঘরে বিতরণ করা হয়, এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনীল সাউ, কৃষ্ণ গড়াই, গোরা দা, সীমা ভগত প্রমূখ, তারা আরো বলেন মানুষের সুখে দুঃখে, বিপদে-আপদে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

Leave a Reply