BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি ব্লকে ৪৭ লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র শিলান্যাসে বিধায়ক

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আসানসোলের বারাবনি ব্লকের ভানোড়া কোলিয়ারি এলাকায় একটি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হচ্ছে। সোমবার এক অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে এই কাজ শুরুর শিলান্যাস করেন আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।

এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং, বারাবনি ব্লকের প্রাক্তন বিডিও বা সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান, বারাবনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র কুমার ও পঞ্চায়েতে সদস্যরা।
এই প্রসঙ্গে বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বানানোর জন্য সরকারি অনুমোদন পাওয়া গেছে ৪৭ লক্ষ টাকা। এই ব্লকে ১২ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে।

Leave a Reply