ঝাড়খণ্ড থেকে আসা অবৈধ কাঠ বোঝাই গাড়ি আটক
বেঙ্গল মিরর, রুপনারায়নপুর, দেব ভট্টাচার্য, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃআবারও গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ কাঠ উদ্ধার। বন দপ্তরের আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের কর্মীরা এই কাঠ উদ্ধার করেন। পাশের রাজ্য ঝাড়খণ্ডের মিহিজাম থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুর আসার রাস্তায় একটি পিকআপ ভ্যানকে আটক করে, তার থেকে এই কাঠ উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যরাতে সালানপুরের রূপনারায়নপুর মূল রাস্তা কাঠ বোঝাই গাড়ি গাড়ি ধরতে এই অভিযান চালানো হয়। গাড়িটিতে বিশাল মোটা গাছের অনেক গুঁড়ি পাওয়া গেছে।
এই বিষয়ে আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় পতি বলেন, ঝাড়খন্ড থেকে অবৈধভাবে এলাকার বিভিন্ন কাঠগোলায় অবৈধ কাঠ ঢুকছে। তাই সারা জেলা জুড়ে বন দপ্তরের পক্ষ থেকে এই গোপন অভিযান প্রায় সময় চালানো হচ্ছে। সম্প্রতি এই নিয়ে অবৈধ কাঠ বোঝাই তৃতীয় গাড়ি ধরা পড়ার ঘটনা ঘটলো। আগামী দিনে এই ধরনের অভিযানের মাত্রা আরো বাড়ানো হবে।
এই নিয়ে স্থানীয় গাছ প্রেমী ও সমাজ কর্মীরা বলেন, এই খনি শিল্প এলাকায় এলাকায় অবৈধভাবে অবাধে গাছ কাটা হচ্ছে। কিন্তু বন দপ্তর ও প্রশাসন এই বিষয়ে ইতিবাচক ভূমিকা সবক্ষেত্রে পালন করছে না। তাদেরকে আরো কড়া হাতে এই গাছ কাটা বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে।
আরো জানা গেছে, মাইথন জলাধার ও পাঞ্চেত জলাধার সংলগ্ন জঙ্গল এরিয়া দিয়ে ঝাড়খণ্ডের দিক থেকে নৌকায় করে কাঠ মাঝেমধ্যেই পাচার হচ্ছে বলে অভিযোগ।