বাজারে এলো ভারতীয় জীবন বীমা নিগনের নতুন পলিসি ” জীবন উৎসব “
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগমের নতুন পলিসি বাজারে এলো। সংস্থার ৮৭১ নং এই পলিসির নাম ” জীবন উৎসব “।
বৃহস্পতিবার বিকেলে আসানসোলের জিটি রোডের জীবন বীমা নিগমের আসানসোল ডিভিশনাল অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে নতুন এই পলিসি সম্পর্কিত তথ্য দেন এসডিএম অরুপ কুমার দাস।
অন্যদের মধ্যে ছিলেন দুই মার্কেটিং ম্যানেজার ( এমএম) সমিতা মুখোপাধ্যায় ও গৌতম পাল সহ অন্যান্যরা।
এসডিএম সহ এলআইসির আসানসোল ডিভিশনের আধিকারিকরা বলেন, এই পলিসি গ্রাহকদের আগের পলিসিগুলো থেকে বেশি সুবিধা দেবে। বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে এই নতুন পলিসিতে।
- আসানসোলে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর উপস্থিতিতে ” সদস্যতা অভিযান “, নারীদের নিরাপত্তা নিয়ে সরকারকে আক্রমণ
- আসানসোল গ্রাম ক্রিকেট কমিটির উদ্যোগে শুরু গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট
- স্বর্গীয় মানিক উপাধ্যায়ের স্মৃতিতে বিভিন্ন অনুষ্ঠান
- আসানসোলে জাতীয় সড়কে উলটানো চারচাকা গাড়ি, অল্পের জন্যে রক্ষা চালক ও যাত্রীর
- ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক, খুনের অভিযোগে দেহ আটকে বিক্ষোভ পরিবারের,