বাজারে এলো ভারতীয় জীবন বীমা নিগনের নতুন পলিসি ” জীবন উৎসব “
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগমের নতুন পলিসি বাজারে এলো। সংস্থার ৮৭১ নং এই পলিসির নাম ” জীবন উৎসব “।
বৃহস্পতিবার বিকেলে আসানসোলের জিটি রোডের জীবন বীমা নিগমের আসানসোল ডিভিশনাল অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে নতুন এই পলিসি সম্পর্কিত তথ্য দেন এসডিএম অরুপ কুমার দাস।













অন্যদের মধ্যে ছিলেন দুই মার্কেটিং ম্যানেজার ( এমএম) সমিতা মুখোপাধ্যায় ও গৌতম পাল সহ অন্যান্যরা।
এসডিএম সহ এলআইসির আসানসোল ডিভিশনের আধিকারিকরা বলেন, এই পলিসি গ্রাহকদের আগের পলিসিগুলো থেকে বেশি সুবিধা দেবে। বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে এই নতুন পলিসিতে।
- টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগ চক্রের হদিশ, প্রশ্ন বিলির সময় পুলিশের হানা, গ্রেফতার ১০
- রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার আগে ঝাড়খণ্ডে অভিযান, ধৃত ২২, উদ্ধার এ্যাডমিট কার্ড সহ একাধিক নথি
- Asansol : अब तक की सबसे बड़ी साइबर ठगी, डॉक्टर से 15.83 करोड़ रुपये की लूट
- আসানসোলে এসআইআরের বিশেষ শিবির, পরিদর্শনে ডিএম ও এসডিও, বাড়লো সাতদিনের সময়
- তৃণমূল পঞ্চায়েতের সদস্যা নামে দুটি sir ফর্ম, বিতর্ক

