ASANSOL

রানীগঞ্জের বড়দই পুকুরে ডুবে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর ছাত্র উমং কালিন্দীর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রবিবার দুপুর বারোটা নাগাদ রানীগঞ্জের বড়দই পুকুরে জলে ডুবে মৃত্যু হল বছর নয়ের, গুরু নানক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র উমং কালিন্দী। এদিন বড়দই পুকুর সংলগ্ন বিকাশ নগরের বাসিন্দা ওই কিশোর, বাড়ির সদস্যদের কাছে পুকুরে স্নান করতে যাওয়ার কথা জানিয়ে, তার ভাই দেব কালিন্দীকে সঙ্গে নিয়ে পুকুরে স্নান করতে যায়। পরে পুকুরে স্নান করতে গিয়ে মাঝ পুকুরে তলিয়ে যায় ওই কিশোর।

বিষয়টি স্থানীয়রা লক্ষ্য করে তড়িঘড়ি ওই কিশোরকে উদ্ধারের জন্য, পুকুরের মাঝে খোঁজ তল্লাশি করে, তাকে না মেলায়, দমকল বিভাগে খবর দেওয়া হয় , তবে এরই মাঝে স্থানীয় এলাকার বাসিন্দারাই খুঁজে পায় ওই বছর নয়ের কিশোরকে। তাকে স্থানীয়রা, পরিবার পরিজনের সঙ্গে নিয়ে, রানীগঞ্জের আলু গোড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, চিকিৎসক ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করে। এরপরই পুলিশ ওই দেহটিকে উদ্ধার করে, দেহের ময়নাতদন্তের জন্য, তা আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। জানা গেছে মৃত কিশোরের বাবা কর্মা কালিন্দী পেশায় দিনমজুর। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

Leave a Reply