BARABANI-SALANPUR-CHITTARANJAN

রাস্তার পাশে জঙ্গল থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* রাস্তার পাশে জঙ্গল থেকে উদ্ধার হলো এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো। অঞ্জাত পরিচয় ঐ যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। সোমবার এই ঘটনায় আসানসোলের বারাবনি থানার চিনচুঁড়িয়ার ধাদকা রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে আসানসোলের বারাবনি থানার চিনচুঁড়িয়ার ধাদকা রোডের ব্লু ফ্যাক্টরী যাওয়ার রাস্তার পাশে জঙ্গলের মধ্যে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে পুলিশ আসে। ঐ যুবককে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পথ দূর্ঘটনায় কারণে ঐ যুবকের মৃত্যু হয়েছে। তবে কি ভাবে ঐ যুবক জঙ্গলের মধ্যে গেলো, তা পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ জানায়, যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

Leave a Reply