BARABANI-SALANPUR-CHITTARANJAN

আল্লাডি থেকে সিদাবাড়ি পর্যন্ত রাস্তা ৩.৫ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- এক উন্নত মানের রাস্তার নির্মাণ হতে চলেছে সালানপুর ব্লকে।সালানপুর ব্লকের আল্লাডি থেকে সিদাবাড়ি পর্যন্ত রাস্তাটি উন্নত মানের পাথর বসিয়ে পিডাবলুডির ফান্ড থেকে প্রায় তিন কিমি রাস্তাটি সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে।আর মঙ্গলবার দিন এই কাজের শিল্যানাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান।সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র।

এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার শিল্যানাস করা হয়।এদিন মহম্মদ আরমান জানান বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় এই উন্নত মানের রাস্তার নির্মাণ করা হচ্ছে।আগামী দিনে যেসব রাস্তা বাকি রয়েছে সেগুলি করা হবে।কারণ আমাদের বিধায়ক বা আমাদের দল উন্নয়নে বিশ্বাসী।উন্নয়ন করায় আমাদের মূল লক্ষ্য।

Leave a Reply